বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরের ২৯ দিনে এলো ৩০৪ কোটি ডলার রেমিট্যান্স

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি
  • ২৯ তারিখে এসেছে সাড়ে ১০ কোটি ডলার
  • এক বছরের ব্যবধানে বেড়েছে ৫২ কোটি ডলার
  • চলতি অর্থবছরে এসেছে ১৬০৮ কোটি ডলার রেমিট্যান্স

গণঅভ্যুত্থানের পর থেকে রেমিট্যান্স আহরণে সুসময় পার করছে বাংলাদেশ। চলতি ডিসেম্বর মাসের ২৯ দিনেই ৩০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে প্রবাসীদের পাঠানো আয়। সবমিলিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ৩০৪ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পেয়েছে দেশের ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডিসেম্বর মাসের ২৯ তারিখের একদিনেই ১০ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স যোগ হয়েছে দেশের অর্থনীতিতে। এ নিয়ে সবমিলিয়ে ৩০৪ কোটি ১৮ লাখ ডলার প্রবাসী আয় পেল বাংলাদেশের ব্যাংকগুলো। যা ১২২ টাকা হিসেবে ৩৭ হাজার ১১০ কোটি টাকার বেশি। চলতি মাসের এ আয় নিয়ে সর্বমোট ১ হাজার ৬০৮ কোটি ডলার রেমিট্যান্স এলো দেশে।

বাংলাদেশ ব্যাংকের থেকে প্রাপ্ত তথ্য মতে, সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ করেছে দেশের বেসরকারি খাতের বৃহত্তম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটি এখন পর্যন্ত ৬০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আহরণ করেছে। দ্বিতীয় অবস্থানে আছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্যাংকটির আহরণ ২৯ কোটি ডলারের বেশি। এরপরের অবস্থানে আছে ২৪ কোটি ডলার পেয়ে জনতা ব্যাংক। চতুর্থ অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংক পেয়েছে ২২ কোটি ডলার।

তথ্য মতে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মোট রেমিট্যান্স পেয়েছে ৭৫ কোটি ৪০ লাখ ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর সম্মিলিত আয় ২০০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয় ছিল- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার ও নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল, যা ছিল ওই অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X