

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, দেশের নিজস্ব সক্ষমতা কাজে লাগিয়েই রিজার্ভ শক্তিশালী করতে হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ইআরএফ মিলনায়তনে অনুষ্ঠিত ‘ব্যাংকিং খাতের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
গভর্নর জানান, বর্তমানে দেশে খেলাপি ঋণের হার প্রায় ৩৬ শতাংশ, যা বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত উদ্বেগজনক।
তবে এ বিষয়ে কোনো তথ্য গোপন করা হয়নি উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলতি ডিসেম্বর মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
তিনি আরও বলেন, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থাকলেও দেশের অর্থনীতি ধসে পড়ার আশঙ্কা নেই।
ধার করে কিংবা আইএমএফের সহায়তায় রিজার্ভ বাড়ানোর পথে না গিয়ে নিজেদের ব্যবস্থাপনাতেই রিজার্ভ বাড়ানোই সরকারের লক্ষ্য।
চলতি বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ থেকে ৩৫ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে।
আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ বর্তমানে ২৭ দশমিক ৮১ বিলিয়ন ডলার।
মন্তব্য করুন

