

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আর্থিকভাবে টেকসই রাখতে শরিয়াহভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংককে একত্র করার সিদ্ধান্ত ছিল অনিবার্য।
রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীতে একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিটে তিনি এই বক্তব্য দেন।
গভর্নর বলেন, “ব্যাংকগুলোর বর্তমান অবস্থা বিবেচনায় একীভূতকরণ ছাড়া আর কোনো বাস্তবসম্মত সমাধান ছিল না। সুশাসন প্রতিষ্ঠিত হলে এই উদ্যোগ দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ফল আনবে।”
তিনি আরও উল্লেখ করেন, ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে স্বচ্ছতা অপরিহার্য। বিনিয়োগকারী, আমানতকারী ও ব্যাংক কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, ৫ নভেম্বর আর্থিক অস্থিরতায় থাকা পাঁচ শরিয়াহ ব্যাংক— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক—কে অকার্যকর ঘোষণা করে এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।
পরে ৯ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের বিশেষ অনলাইন বৈঠকে সিদ্ধান্ত হয় পাঁচটি ব্যাংককে একীভূত করে নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক গঠন করা হবে। ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে প্রাথমিক লাইসেন্স প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
মন্তব্য করুন
