বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বৃহস্পতিবার দোকান, বাণিজ্য-বিতান সব খোলা থাকবে: মালিক সমিতি

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম
রাজধানীর শপিংমল
expand
রাজধানীর শপিংমল

ঢাকাসহ দেশের সব দোকান, বিপনীবিতান ও শপিংমল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যথারীতি খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বুধবার (১২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আগামী ১৩ নভেম্বর ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বৃহস্পতিবার ঢাকাসহ দেশের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সারা দেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে একের পর এক বাস ও গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা।

সাম্প্রতিক নাশকতার ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্বৃত্তরা যেভাবে নাশকতা চালাচ্ছে, তাতে রাস্তায় চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। যেকোনো সময় ককটেল বা অগ্নিসংযোগের শিকার হওয়ার আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। অনেকে বলছেন, সম্ভবত প্রতিশোধ নিতে মরিয়া আওয়ামী লীগ মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে ভীতি ছড়ানোর চেষ্টা চলছে মূলত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে।

তবে, রাজধানীতে শঙ্কার কিছু নেই বলে আশ্বাস দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

ডিএমপি কমিশনার জানান, গত কয়েক দিনে রাজধানীতে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত ৫৫২ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। তবে গ্রেফতারদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে আসা। তিনি আরও জানান, হেলমেট ও মাস্ক পরে হামলা চালানো হচ্ছে এবং এসব কাজে অপ্রাপ্ত বয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন