

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ২২ ক্যারেট সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ১৮৮ টাকা।
নতুন দরে এখন থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকায়। আগামীকাল (বুধবার) থেকে সারা দেশে এই নতুন মূল্য কার্যকর হবে।
মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৯৮ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭০ হাজার ৫৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৪১ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬০১ টাকা।
মন্তব্য করুন
