

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে একদিনে রেকর্ড পরিমাণ ১ হাজার ৭০১ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে নেপালে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনব্যাপী এই বিপুল পরিমাণ আলু রপ্তানি করে দেশের আটটি প্রতিষ্ঠান । মিয়ামি ট্রেডিং, ফাস্ট ডেলিভারি ইন্টারন্যাশনাল, ট্রেন্ড রোবো, বারুন এগ্রো লিমিটেড, থিংকস টু সাপ্লাই, জাফরিন এগ্রো, মেসার্স হাবিব ইন্টারন্যাশনাল ও এগ্রোটেক বিডি।
বাংলাবান্ধা স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিটি চালান বন্দরে প্রবেশের পর আলুর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় অনুমোদন পাওয়ার পর রপ্তানির ছাড়পত্র প্রদান করা হয়।
তিনি আরও জানান, ৪১টি ট্রাকে করে প্রতিটি ট্রাকে ২১ মেট্রিক টন করে আলু পাঠানো হয়েছে। এসব আলু বাংলাদেশি ট্রাকে করে নেপালের মোরাং জেলার বিরাটনগর এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে।
রপ্তানিকৃত আলুগুলো মূলত ঠাকুরগাঁও, দিনাজপুর ও বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে মোট ৪৪ হাজার ৪১৫ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে, যা সরকারের রাজস্ব আয়ে ইতিবাচক ভূমিকা রাখছে।
মন্তব্য করুন