

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এশিয়ার ধনীরা ক্রিপ্টোকারেন্সিতে ক্রমশ আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে ফ্যামিলি অফিসগুলো এখন ডিজিটাল সম্পদে উল্লেখযোগ্য বিনিয়োগ শুরু করেছে। বিশ্লেষকদের মতে, ক্রিপ্টো বাজারে বাড়তি আশাবাদ, মূলধারায় গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং সহায়ক নীতিমালা এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে।
সম্পদ ব্যবস্থাপকদের দাবি, উচ্চ আয়ের বিনিয়োগকারীরা এখন পোর্টফোলিওতে বড় পরিসরে ক্রিপ্টো রাখতে চাইছেন। এর প্রভাব পড়ছে লেনদেন বৃদ্ধি এবং ক্রিপ্টোর চাহিদায়।
নতুন ফান্ড ও বিনিয়োগ প্রবাহ
সিঙ্গাপুরভিত্তিক নেক্সটজেন ডিজিটাল ভেঞ্চারের প্রতিষ্ঠাতা জেসন হুয়াং জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলোতে তারা ১০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ সংগ্রহ করেছেন। মে মাসে তিনি “নেক্সট জেনারেশন ফান্ড টু” নামে নতুন একটি লং-শর্ট ক্রিপ্টো ইকুইটি ফান্ড চালু করেছেন। এর আগে চালু করা ফান্ডটি দুই বছরের কম সময়ে ৩৭৫% মুনাফা দেয়।
হুয়াং বলেন, “আমাদের বিনিয়োগকারীরা মূলত ফ্যামিলি অফিস ও প্রযুক্তি উদ্যোক্তা। বৈচিত্র্যময় পোর্টফোলিওতে ডিজিটাল সম্পদের গুরুত্ব তারা এখন পরিষ্কারভাবে বুঝছেন।”
চীনা ফ্যামিলি অফিসের দৃষ্টি
সুইস ব্যাংক ইউবিএস জানিয়েছে, বিদেশে অবস্থানরত চীনা ফ্যামিলি অফিসগুলো পোর্টফোলিওতে ক্রিপ্টো বিনিয়োগ প্রায় ৫% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। ইউবিএস চায়নার ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান লু জিজিয়ে বলেন, অনেক তরুণ প্রজন্ম এখন ভার্চুয়াল মুদ্রা বিষয়ে শিখছে এবং এতে সরাসরি অংশ নিচ্ছে।
বৈশ্বিক প্রভাব ও আইনি সুবিধা
ট্রাম্পের নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো খাতে নতুন গতি এসেছে। দেশটিতে পাস হওয়া ক্রিপ্টো-বান্ধব ‘জিনিয়াস অ্যাক্ট’ এশিয়ার বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়িয়েছে। একইসঙ্গে হংকংয়ের নতুন স্টেবলকয়েন আইনও বাজারে বাড়তি উচ্ছ্বাস যোগ করেছে।
বর্তমানে বিটকয়েনের দাম ১ লাখ ২৪ হাজার ডলারের রেকর্ড অতিক্রম করেছে।
বিনিয়োগ কৌশলের পরিবর্তন
এক সময় এশিয়ার ধনীরা পোর্টফোলিওতে অল্প পরিমাণে ক্রিপ্টো রাখতেন। এখন তারা সরাসরি টোকেন ধরে রাখা, বিটকয়েন ইটিএফ থেকে শুরু করে আরবিট্রেজ ও বেসিস ট্রেডের মতো বাজার নিরপেক্ষ কৌশলেও ঝুঁকছেন।
সিঙ্গাপুরের রেভো ডিজিটালের জ্যান কওয়ান জানান, “গত বছর ফ্যামিলি অফিসগুলো প্রথমে ইটিএফ দিয়ে শুরু করেছিল। এখন তারা টোকেন হোল্ডিংস ও এক্সচেঞ্জ বিনিয়োগের মধ্যে পার্থক্য বুঝতে শিখছে।”
এক্সচেঞ্জের লেনদেন বৃদ্ধি
ক্রিপ্টো বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে এশিয়ার এক্সচেঞ্জগুলোও লাভবান হচ্ছে। হংকংয়ের হ্যাশকি এক্সচেঞ্জ জানিয়েছে, তাদের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা গত এক বছরে প্রায় ৮৫% বেড়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
