শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রতিষ্ঠান পেল আইসিএসবি অ্যাওয়ার্ড   

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ পিএম
প্রাণ-আরএফএল গ্রুপ
expand
প্রাণ-আরএফএল গ্রুপ

প্রাতিষ্ঠানিক সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে ইনস্টিটিউট অব চাটার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) অ্যাওয়ার্ড পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রতিষ্ঠান এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ) ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল)।

সোমবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ১২তম আইসিএসবি অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। এবছর খাদ্য ও আনুষাঙ্গিক খাতের জন্য এএমসিএল-প্রাণ এবং প্রকৌশল খাতের জন্য আরএফএল এই পুরস্কার অর্জন করে।

অনুষ্ঠানের গেস্ট অব অনার প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল। সনদ প্রদান অনুষ্ঠানে এএমসিএল-প্রাণ এর কোম্পানি সচিব মোহাম্মদ শরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ মনসুর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন। আইসিএসবি’র সভাপতি হোসেন সাদাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন এবং ফাইন্যান্স রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মোঃ সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে চৌধুরী আতিয়ুর রাসুল বলেন, “দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বেসরকারি খাত সবসময় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে আসছে। প্রাণ-আরএফএল গ্রুপ কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের স্বীকৃতি আমাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে”।

প্রাতিষ্ঠানিক সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছ প্রাতিষ্ঠানিক সংস্কৃতি প্রতিষ্ঠায় এদিন পুঁজিবাজারের তালিকাভুক্ত ১৪টি খাতের ৪৩ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে আইসিএসবি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X