

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গ্রাহকদের জন্য মানসম্মত ঔষধ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশের অন্যতম শীর্ষ শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ লাইফকেয়ার এর রিটেইল ফার্মেসি চেইন ‘আকিজ ফার্মেসি’ এর প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করা হয়েছে।
সোমবার রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর আতাতুর্ক টাওয়ারে আকিজ ফার্মেসির প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম।
গ্রাহকদেরকে সুলভ মূল্যে মানসম্মত এবং ভেজালমুক্ত ঔষধ সরবরাহ করার প্রত্যয় নিয়ে ২০২৫ সালের জুন মাসে যাত্রা শুরু করে আকিজ ফার্মেসি। বর্তমানে ঢাকা, সিলেট, খুলনা, পাবনা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে আকিজ ফার্মেসির ১৩টি আউটলেট রয়েছে।
আকিজ ফার্মেসির চিফ বিজনেস অফিসার ইসতিয়াক আলী তালুকদার বলেন, “ আমাদের মূল লক্ষ্য হলো গ্রাকদেরকে নিরাপদ, মানসম্মত ঔষধ সুলভ মূল্যে সরবরাহ করা। আমরা প্রতিযোগিতামূলক বাজারে আমাদের স্বতন্ত্রতা তৈরি করেছি মানসম্মত ঔষধ সরবরাহ, গ্রাহকভিত্তিক সেবা এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। আমাদের লক্ষ্য গ্রাহকের বিশ্বাস অর্জন করা এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা”।
তিনি আরো বলেন, আকিজ ফার্মেসি গ্রাহকদের জন্য প্রিমিয়াম মানের ঔষধ, অভিজ্ঞ ফার্মাসিস্টদের পরামর্শ, দ্রæত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। বর্তমানে দেশব্যাপী আকিজ ফার্মেসি ১৩টি আউটলেট পরিচালনা করছে এবং আগামী ৩ বছরের মধ্যে আরও ৫০০টি আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে।
আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, “আকিজ রিসোর্স এর ফার্মেসি রিটেইল ব্যবসায় প্রবেশের মূল উদ্দেশ্য হলো জনগণকে নিরাপদ, সুলভ এবং অথেনটিক ঔষধ সরবরাহ করা”।
আকিজ রিসোর্সের ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান বলেন, আকিজ রিসোর্স দীর্ঘদিন ধরে উন্নত গ্রাহক সেবা ও ব্যবসায়িক মান বজায় রেখে বিভিন্ন খাতে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে। এ ব্যবসাতেও একই ধারা অব্যাহত থাকবে”।
উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ ফার্মেসির হেড অব অপারেশন সুজন ঘোষসহ আকিজ রিসোর্স ও আকিজ ফার্মেসির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

