

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দামে পরিবর্তন দেখা গেছে। সর্বশেষ বৃহস্পতিবার কাওরানবাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার বাজার ঘুরে দেখা যায়- চালসহ কয়েকটি পণ্যের মূল্য কমলেও সবজির দামে হঠাৎ ঊর্ধ্বমুখী প্রবণতা ভোক্তাদের বাড়তি চাপের মুখে ফেলেছে।
ব্যবসায়ীরা জানান, নতুন আমন মৌসুমের ধান-চাল বাজারে আসায় চালের দাম কিছুটা নেমেছে। সরু নাজিরশাইল/মিনিকেট আগের তুলনায় কেজিতে প্রায় ২ টাকা কমে ৭০–৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
টিসিবির সর্বশেষ বাজারদরেও চালের মূল্য কমার তথ্য মিলেছে। মোটা চাল ইরি/স্বর্ণা ৫৪–৬০ টাকা এবং মাঝারি মানের পাইজাম/লতা ৫৮–৭০ টাকায় পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, ব্রয়লার মুরগি ও চিনির দামেও স্বস্তির বার্তা রয়েছে। ব্রয়লার মুরগির কেজিপ্রতি দাম কমে দাঁড়িয়েছে ১৬০–১৮০ টাকা।
চিনি বিক্রি হচ্ছে ৯০–১১০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় কম।
পেঁয়াজের বাজারেও কিছুটা স্থিতি ফিরেছে। বাজারে নতুন পাতাযুক্ত পেঁয়াজ উঠতে শুরু করায় এর দাম নেমে এসেছে। নতুন পেঁয়াজ ৭০–৮০ টাকা এবং সাধারণ পেঁয়াজ ১০০–১২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
তবে সবজির বাজারে চিত্র ভিন্ন। সরবরাহ কিছুটা বাড়লেও ব্যবসায়ীদের দাবি—উৎপাদন খরচ বৃদ্ধির কারণে দাম কমতে সময় লাগছে। বাজারে শিম ৯০–১০০ টাকা, ঢেঁড়শ ৫০–৬০, মুলা ৩০–৪০, পটোল ৬০–৭০, বরবটি ৭০–৮০, করল্লা ৮০ টাকা, নতুন আলু ১২০–১৪০ এবং পুরোনো আলু ২০–২৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁকরোল ও ঝিঙে ৭০–৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় কেজিতে প্রায় ১০ টাকা বেশি।
কাওরানবাজারের এক সবজি ব্যবসায়ী বলেন, “সরবরাহ বাড়লেও খরচ বেশি হওয়ায় দাম এখনও স্থিতিশীল হয়নি। শীতের সবজি পুরোপুরি বাজারে উঠলে দাম কমতে পারে।”
মন্তব্য করুন

