

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা একদম শুরু থেকে এখন পর্যন্ত বলছি, এবং এটা আমরা বলবো।
আমরা স্পষ্টভাবে মনে করি যে জাতীয় পার্টির যারা এই চব্বিশের অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত, যারা এই শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে, তাদের জন্য কাজ করেছে, তাদের সুবিধা ভোগ করেছে, তাদের অবৈধ নির্বাচনের এমপি ছিল, মন্ত্রী ছিল তারা প্রত্যেকেই ফ্যাসিস্ট শেখ হাসিনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগের একেকজন দোসর। এবং এটার জন্য তাদের প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসা উচিত।
সারজিস বলেন, আমরা মনে করি আগামীর নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কোনো ধরনের নৈতিক, রাজনৈতিক, আইনগত কোনো অধিকার নেই। এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যেমন ভাবে আওয়ামী লীগকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরোও বলেন, এখনো তারা এই কথাগুলোই বলে যে তারা এখনো আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায়। তারা এখনো এই কথা বলে যে আওয়ামী লীগের যারা তাদের দলের হয়ে নির্বাচন করবে, তাদেরকে তারা মনোনয়ন দেবে।
এই কথাতে স্পষ্ট এখনো বোঝা যায় যে যেই জাতীয় পার্টি নির্বাচনের আগে ভারতে গিয়ে একটা দাসের মতো আচরণ করত এবং তাদের পরামর্শ নিয়ে এসে নির্বাচনের ছয় মাস, এক বছর আগে আওয়ামী বিরোধিতার নাটক করত।
এবং নির্বাচনের এক–দুই মাস আগে জিএম কাদেরের মতো লোকেরা ভারতে যেত, গিয়ে একটা দাসের মতো পরামর্শ নিয়ে এসে আবার আওয়ামী লীগের যে আঁচল, সেই আঁচলের তলে লুকাত, সেই সুবিধা নিত। সেই সরকারি এমপি হতো, মন্ত্রী হতো, গাড়িতে মন্ত্রীর ফ্ল্যাগ উড়াত, বিভিন্ন জায়গায় প্লট নিত, এমপি-মন্ত্রীদের বাসা নিত। এই সকল সুযোগ সুবিধা নিয়ে। যারা এতদিন আওয়ামী লীগকে লালন পালন করা সুযোগসুবিধা দেয়া সামগ্রিক কাজগুলো করেছে, আমরা মনে করি আওয়ামীলীগ যা জাতীয় পার্টিও তা।
এনসিপির মুখ্য সংগঠক বলেন, তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা উচিত। এবং নির্বাচন কমিশনের এই জায়গায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্খার সাথে স্পষ্ট প্রতারণা করছে তাদের এই নির্বাচনে সুযোগ দেয়ার অংশগ্রহণের সুযোগ দিয়ে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই এনসিপি এটাকে কোনোভাবেই সমর্থন করবে না।
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ঠাকুরগাঁওয়ে এনসিপির আহবায়ক কমিটির এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন।
মন্তব্য করুন
