

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষকেরা সার না পেয়ে হট্টগোল ও উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তারুল ইসলামকে মারধর ও দাঁত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কৃষকদের বিরুদ্ধে।
এতে আহত অবস্থায় কৃষি কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উমরাডাঙ্গী বাজারে কৃষকদের মাঝে সার বিতরণকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে উপজেলার উমরাডাঙ্গী বাজারে কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তারুল ইসলাম ও ডিলাররা।
শুরু থেকে সার বিতরণ ঠিক থাকলেও সন্ধ্যায় টিএসপি সার কম থাকায় সংকট দেখা দেয় সেই মুহূর্তে ৩টি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে যাচ্ছিল ৫ জন কৃষক।
অন্যান্য কৃষকরা সার না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে তারা, এ সময় উত্তেজনা সৃষ্টি হলে এক পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন দুপুরের খাবারের কথা বলে স্থান ত্যাগ করেন। এতে পরিস্থিতি আরোও বিশৃংখল হয়ে উটে।
এসময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন উপস্থিত লোকজনের সাথে কথা বলে উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে আসতে বলে এবং সার বিতরণ করতে বললে, কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তারুল ইসলামকে নিয়ে বিতরণ পয়েন্টে গেলে উপস্থিত লোকজন তাদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে একপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারকে মারপিটের ঘটনা ঘটে।
এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসার মো. শহীদুল ইসলাম জানান, আমি নিজে সব কিছু তদারকি করে সার বিতরণের অনুমতি দেই এবং সকালে থেকেই সার বিতরণ চলছিলো। পরে সন্ধ্যার দিকে টিএসপি সার সংকট দেখা দিলে কৃষকরা হট্টগোল শুরু করে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তারকে মারধর করে। উনার মাথায় আঘাত লেগেছে এবং দাঁত ভেঙ্গে গেছে। আমরা খুব উনার সাথে পরামর্শ করে আইনি পদক্ষেপ নেব।
এ বিষয়ে রাণীশংকৈল থানার তদন্ত ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, আমরা উত্তেজনার খবর শুনে ঘটানাস্থলে যাই পরিস্থিতি নিয়ন্ত্রনে নেই এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তারা এখনো অভিযোগ দেয়নি, লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আর ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলা মানে সরকারি কাজে বাধা এবং এটি একটি অপরাধ। আমরা শিগগিরই আইনি ব্যবস্থা নেব।
মন্তব্য করুন
