শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপি নেতা টুকুর ৪০ স্বেচ্ছাসেবী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতা টুকুর উদ্যোগে ৪০ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন
expand
টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতা টুকুর উদ্যোগে ৪০ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন

টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে ৪০ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা তদারকিতে এসব ভলেন্টিয়ার নিয়োজিত আছেন।

সুলতান সালাউদ্দিন টুকু এনপিবিকে জানান, সদর উপজেলার মানুষের নিরাপদে চলাচল ও হিন্দু ধর্মীয় যারা আছে তারা যেন পুজা মণ্ডপে যাতে করে নিরাপদে পুজা উদযাপন করতে পারে সে জন্য ৪০ জন সেচ্ছাসেবীর ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, সদরের মানুষের যে কোনো ভালো কাজে সবসময় পাশে থাকার চেষ্টা করবো।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান জানান, সদর উপজেলার প্রতিটা মণ্ডপে ঘুরে ঘুরে খবর নিচ্ছে সুলতান সালাউদ্দিন টুকু ভাই। আমরা সদরের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থী টুকু ভাইকে চাই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন