মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
টাঙ্গাইল-২ আসন

প্রার্থিতা প্রত্যাহার করলেন গণঅধিকার পরিষদের শাকিল

ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম
শাকিল উজ্জামান
expand
শাকিল উজ্জামান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

সোমবার (১৯ জানুয়ারি) রাত ১২ টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে শাকিল উজ্জামান বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাথে আসন সমঝোতার ফলে দলীয় প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে এবং দলের নেতাকর্মীদের ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানানোর মাধ্যমে দলীয় প্রার্থীদের নির্বাচনী লড়াই জারি রাখা প্রশ্নবিদ্ধ হয়ে সামনে এসেছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে দলের প্রার্থীদের স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা সম্ভব হতো।

শাকিল উজ্জামান আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা আমার জন্য আন্তরিকভাবে পরিশ্রম করেছেন, মনোনয়ন প্রক্রিয়ায় পাশে থেকেছেন, দুঃসময়ে সাহস ও শক্তি দিয়েছেন এবং যারা আমাকে ভোট দেবেন বলে মনস্থির করেছিলেন সেই সকল সম্মানিত ভোটারগণ, নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীসহ আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই।

সেই সাথে আমার সহযোদ্ধাবৃন্দ ও নির্বাচনী এলাকার ভোটারগণ, আমি সংসদ সদস্য প্রার্থী হিসেবে নয় আপনাদের সন্তান, ভাই, বন্ধু ও সহযোদ্ধা হিসেবে আপনাদের প্রতিটি সুখ-দুঃখ, বিপদ-আপদে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X