মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পিএম
মশাল মিছিল
expand
মশাল মিছিল

টাঙ্গাইলের কালিহাতিতে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের মনোনয়ন বাতিল করে কেন্দ্রীয় বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুকে প্রার্থী ঘোষণার দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সল্লা এলাকায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ মশাল মিছিল বের করেন। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে মহাসড়কের একটি অংশে অবস্থান নিয়ে প্রায় কিছু সময় যান চলাচল ব্যাহত করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সহ-সভাপতি মজনু মিয়া, সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন,বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। তাদের দাবি, কালিহাতী আসনে দীর্ঘদিন মাঠে থাকা নেতা বেনজির আহমেদ টিটুকেই মনোনয়ন দেওয়া উচিত। তারা আরও অভিযোগ করেন, বর্তমান ঘোষিত প্রার্থী লুৎফর রহমান মতিন স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নন এবং দলের ত্যাগী নেতাদের ওপর উপেক্ষার মনোভাব তৈরি হয়েছে।

বক্তারা কেন্দ্রীয় বিএনপির প্রতি দাবি জানান, দ্রুত প্রার্থী পরিবর্তন করে বেনজির আহমেদ টিটুকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ মিনিট গাড়ি চলাচল বন্ধ থাকে এসময় ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X