মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম
সুলতান মিয়া
expand
সুলতান মিয়া

টাঙ্গাইল জেলা কারাগারে অসুস্থ হয়ে সুলতান মিয়া (৫৫) নামে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

তিনি বুধবার রাতে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সুলতান মিয়া মির্জাপুরের গোড়াই ইউনিয়নের গোড়াই হরিরপাড়া গ্রামের আজমত আলীর ছেলে এবং ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

টাঙ্গাইল জেল সুপার শহিদুল ইসলাম জানিয়েছেন, বুধবার বিকেলে সুলতান মিয়া বুকে ব্যথা অনুভব করলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এরপর তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতে মারা যান।

জেল সুপারের বরাতে জানা গেছে, সুলতান মিয়া মির্জাপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত ছিলেন।

গ্রেপ্তার হওয়ার পর তিনি এক মাস ধরে কারাগারে ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X