মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমাকে যারা না চিনে, তারা এখনো মাটির নিচে বসবাস করে: জামায়াত নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী
expand
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

‘আমাকে না চিনলে এখনো মাটির নিচেই থাকে’ বক্তব্যে আবারও আলোচনায় জামায়াত নেতা শাহজাহান চৌধুরী।

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আবারও মন্তব্য নিয়ে আলোচনায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে বেশ কড়া ভাষায় বক্তব্য দিতে শোনা যায়।

ভিডিওতে তিনি বলেন, “রাজনৈতিক উসকানি দেবেন না। আমার নাম শাহজাহান চৌধুরী। শুনছি, অনেকে নাকি আমাকে নিয়ে মন্তব্য করছে। সাবধান, যারা আমাকে চেনে না, তারা এখনো মাটির নিচে থাকে। আমার ওপর আল্লাহর মেহেরবানি আছে, আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন।”

এর আগে ২২ নভেম্বর চট্টগ্রামে জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভায় তিনি প্রশাসনকে প্রভাবিত করতে পারার দাবি করে বক্তব্য দেন। সেই ভিডিও ভাইরাল হলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বিতর্কিত মন্তব্যের পর গত ২৫ নভেম্বর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে শোকজ নোটিশ দেওয়া হয়। সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক উত্তর না মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X