রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাদা পাথর লুট কাণ্ডে জড়িত সেই বিএনপি নেতা গ্রেফতার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পিএম
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির পদ স্থগিত থাকা সভাপতি সাহাব উদ্দিন
expand
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির পদ স্থগিত থাকা সভাপতি সাহাব উদ্দিন

সিলেটের বহুল আলোচিত সাদা পাথর লুট কাণ্ডে জড়িত থাকার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির পদ স্থগিত থাকা সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলনের ঘটনা ঘটে। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরে বিষয়টি তদন্তে নামে র‍্যাব এবং দায়ীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতের অভিযানে সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাকে ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটের অন্যতম মূলহোতা হিসেবে চিহ্নিত করেছে র‍্যাব।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার শহিদুল ইসলাম সোহাগ জানান, সাহাব উদ্দিনের বিরুদ্ধে সিলেটের কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় মোট সাতটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X