

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটের জকিগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা অনুপ্রবেশ করে কৃষকদের ফসল রক্ষায় তৈরি বাঁধের বাঁশের খুঁটি উপড়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। তবে স্থানীয়দের প্রতিবাদ ও ভিডিও ধারণের মুখে তারা শেষে বাংলাদেশের সীমানা ত্যাগ করে ভারতে ফিরে যায়।
রোববার (২ নভেম্বর ) সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
ভিডিওতে দেখা যায়, চারজন বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করে নদীর পাড়ে দাঁড়িয়ে বাঁশের খুঁটি টেনে উপড়ে ফেলছেন। এসময় কয়েকজন স্থানীয় ব্যক্তি এগিয়ে গিয়ে তাদের উদ্দেশে প্রশ্ন তোলেন-এটা বাংলাদেশের জমি, আপনারা কেন সীমান্ত পেরিয়ে এসেছেন? কে আপনাদের নির্দেশ দিয়েছে?
স্থানীয়রা জানান, ঘটনাস্থল সম্পূর্ণ বাংলাদেশের ভেতরে অবস্থিত। নদীর অপর প্রান্তে ভারতের সীমান্ত। তাই বিএসএফের সেখানে প্রবেশের কোনো এখতিয়ার নেই।
স্থানীয়দের তীব্র প্রতিবাদের মুখে পরে তারা স্পিডবোটে চড়ে নিজ দেশে ফিরে যায়। মানিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুস শহীদ বলেন, আমি ভিডিওটি দেখেছি। ঘটনাস্থল সুরমা নদীর তীরে-একপাশে ভারত, অন্যপাশে জকিগঞ্জের রসুলপুর। স্থানীয়দের প্রতিবাদের পর বিএসএফ সদস্যদের চলে যেতে দেখা গেছে।
এ বিষয়ে ১৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে এসেছিল। স্থানীয়দের প্রতিবাদের পর তারা ফিরে যায়। পরে আমরা বিএসএফকে ডেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছি এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
মন্তব্য করুন
