

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আদর্শিক অবস্থান থেকে সরে আসা ও জোট রাজনীতির প্রতিবাদ জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)।
তিনি সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, নয়া রাজনৈতিক বন্দোবস্ত ও মধ্যপন্থার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এনসিপি জন্মলগ্নে স্বাধীন, স্বতন্ত্র ও বাংলাদেশপন্থী রাজনীতির প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক সিদ্ধান্তে দল সেই আদর্শ থেকে বিচ্যুত হয়েছে।
দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দলের শীর্ষ নেতৃত্ব বারবার ৩০০ আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও গত ২৮ ডিসেম্বর জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটে শর্তসাপেক্ষে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, নিজের নৈতিকতা ও আদর্শ বিসর্জন দিয়ে এবং জনতার বিশ্বাসের অমর্যাদা করে এই জোটের অংশ হওয়া আমার পক্ষে সম্ভব নয়। দলীয় মনোনয়ন পেলেও এই জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতাম না। এই পরিস্থিতিতে তিনি নিজেকে দলের সব ধরনের নির্বাচনকালীন কার্যক্রম থেকে নিষ্ক্রিয় ঘোষণা করেন এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি স্পষ্ট করে বলেন, ক্ষমতার রাজনীতি নয়, জনতার অধিকার রক্ষা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠাই তার লক্ষ্য। নতুন রাজনীতি ও মজলুম মানুষের পক্ষে আজীবন কথা বলে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।
উল্লেখ্য, দ্যুতি অরণ্য চৌধুরী জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় সংগঠক এবং জাতীয় যুবশক্তি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন
