রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:৫১ এএম
আব্দুল্লাহ আল মামুন-ফাইল ছবি
expand
আব্দুল্লাহ আল মামুন-ফাইল ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) ভোরে তাকে আটক করে সিঙ্গাইর থানায় হস্তান্তর করা হয়। আব্দুল্লাহ আল মামুন সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বেরিন্ডি গ্রামের বাসিন্দা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘদিন দুবাইয়ে আত্মগোপনে ছিলেন আব্দুল্লাহ আল মামুন।

তিনি শনিবার ভোরে দেশে ফেরেন। আগেই পাওয়া সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা আটক করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন