

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ২০ নভেম্বর থেকে সারাদেশে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হবে, যা চলবে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
নতুন দর অনুযায়ী, প্রতি কেজি সেদ্ধ চাল কেনা হবে ৫০ টাকায়, আতপ চাল ৪৯ টাকায় এবং ধান ৩৪ টাকায়। গত বছরের তুলনায় এ বছর সংগ্রহমূল্য কিছুটা বাড়ানো হয়েছে।
সভা শেষে খাদ্য উপদেষ্টা জানান, আমন মৌসুমে ধানের উৎপাদন ব্যয় তুলনামূলকভাবে কম, কারণ এ সময়ে সেচের প্রয়োজন হয় না বা খুবই সীমিত থাকে। তবুও কৃষকদের স্বার্থ বিবেচনা করে এবার দাম বৃদ্ধি করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নির্ধারিত লক্ষ্যমাত্রা সফলভাবে পূরণ করা সম্ভব হবে।
মন্তব্য করুন
