রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিক্সন চৌধুরীর ‘মুরুব্বি’ ইসলামী আন্দোলনের নেতা নজরুল গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:১৬ এএম
নজরুল শিকারী-ফাইল ছবি
expand
নজরুল শিকারী-ফাইল ছবি

ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার পলাতক আসামি নজরুল শিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা পৌরসভার কলেজপাড় এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল শিকারী ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)–এর স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তীতে তিনি সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে আওয়ামী লীগপন্থী রাজনীতির সঙ্গেও যুক্ত হন।

ঘটনার পটভূমি হিসেবে পুলিশ জানায়, নির্বাচন কমিশন সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি প্রশাসনিকভাবে নগরকান্দা ও সালথা উপজেলায় অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভের এক পর্যায়ে গত ১৫ সেপ্টেম্বর রাতে একদল মুখোশধারী লোক দেশীয় অস্ত্র নিয়ে থানা ও উপজেলা পরিষদ এলাকায় ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং আগুন দেয়। এতে পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর পুলিশ হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে একাধিক মামলা দায়ের করে।

নজরুল শিকারী ওই মামলার অন্যতম আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে আটক করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন