রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভাইরাল হওয়া ছিনতাইয়ের মূল হোতাসহ গ্রেপ্তার ৪

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:০৯ এএম
আটক ব্যক্তিরা হলেন— শাওন, মোহিম আহমেদ, জুয়েল এবং আশিব
expand
আটক ব্যক্তিরা হলেন— শাওন, মোহিম আহমেদ, জুয়েল এবং আশিব

ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (৮ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে বসিলা ফিউচার সিটি এলাকায় সেনা টহল দলের অভিযানে তারা ধরা পড়ে।

আটক ব্যক্তিরা হলেন— শাওন (১৯), মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) এবং আশিব (২৪)। এর মধ্যে শাওনকে এই ঘটনার মূল পরিকল্পনাকারী বা হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বসিলা আর্মি ক্যাম্পের সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর বসিলা এলাকায় এক যুবকের কাছ থেকে ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ভাইরাল হওয়ার পর সেনাবাহিনী ঘটনাটির তদন্তে নামে ও সম্ভাব্য অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চালায়।

এরপর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। শনিবার তাদের একজন ঢাকায় ফিরলে সেনা সদস্যরা অভিযান চালিয়ে শাওন ও তার তিন সহযোগীকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করেছে যে, ভাইরাল হওয়া ভিডিওর ব্যক্তিটি তিনিই। তিনি নিজের কাছে থাকা দেশীয় অস্ত্রটিও সেনা সদস্যদের কাছে জমা দেন।

পরবর্তীতে চারজনকেই মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে আইনি প্রক্রিয়ার জন্য।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, “মোহাম্মদপুর এলাকায় কেউ অপরাধে জড়ালে তাকে আইন এড়িয়ে বাঁচানো সম্ভব নয়। এলাকার বেশিরভাগ ছিনতাই ও অপরাধচক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে— যারা এখনো পলাতক, তারাও শিগগিরই আইনের আওতায় আসবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন