বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম
মাদক কারবারি
expand
মাদক কারবারি

শেরপুরে ১৬শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একইসাথে ইয়াবা তৈরির ৩৭গ্রাম গুড়া ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ডুবারচর উত্তরপাড়া এলাকায় নন্দীর বাজার-ঝগড়ার চর সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ আব্দুর রশিদ (৩৪), কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঝাউবাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে৷

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার ডুবারচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আব্দুর রশিদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৬শ পিস ইয়াবা, ইয়াবা ট্যাবলেট তৈরির ৩৭গ্রাম গুড়াসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক মো. কাওসারুল হাসান রনি জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X