

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্বডামুড্যা ইউনিয়নের বিশাকুড়ি-দ্বিগশুল সড়কের ওপর নির্মিত একটি সেতু দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। সেতুর মাঝখানে বড় গর্ত হয়ে রড বের হয়ে গেছে।
ঝুঁকি নিয়ে স্থানীয়রা কাঠের তক্তা বিছিয়ে সেতুটি পার হচ্ছে। প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীরা এভাবেই চলাচল করতে বাধ্য হচ্ছেন। সাইকেল, মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা বা ভ্যান কোনোভাবে পার হলেও বড় ধরনের যানবাহন সেতুটি ব্যবহার করতে পারছে না।
স্থানীয়রা জানান, সেতুটি ভেঙে যাওয়ার পরও মেরামত বা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দুই পাশের রেলিংও অনেক আগেই ভেঙে পড়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আতঙ্কে আছেন।
শিক্ষার্থী সাবিকুন নাহার মাহিনা বলেন, প্রতিদিন বাজার বা বিদ্যালয়ে যেতে এই ভাঙা সেতুই ব্যবহার করতে হয়। কাঠ বিছানো থাকলেও প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কা থেকে যায়।
ডামুড্যা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আবু নাঈম নাবিল জানান, সড়কটির কাজ দুইটি প্রকল্পে সম্পন্ন হলেও সেতুটি প্রস্তাব আকারে পাঠানো হয়েছিল। তবে অর্থের ঘাটতির কারণে তা অনুমোদন হয়নি। পরবর্তীতে বাজেট পাওয়া গেলে সেতুটি নির্মাণ করা হবে।
মন্তব্য করুন

