

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অতিরিক্ত কুয়াশার কারণে দূর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ফেরি চলাচল প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ১০ঃ২০ মিনিটের দিকে কুয়াশা কিছুটা কমে যাওয়ায় আবারও ফেরি চলাচল শুরু করছে বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। একপর্যায়ে রাত সাড়ে ১২ টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌ-পথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। এতে চাঁদপুর ও শরীয়তপুরের ফেরিঘাটের দুইপাশে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত-শত যানবাহন আটকে পড়ে। পরে কুয়াশা কিছুটা কেটে গেলে শুক্রবার সকাল ১০ টা ২০ মিনিটের দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা ৩০মিঃ থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে কোনো ফেরি মাঝ নদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ১০ টা ২০ মিনিট থেকে আবারও ফেরি পারাপার স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন
