

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে হাজারো মোটরসাইকেলের শোভাযাত্রা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে দেবহাটা উপজেলার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের প্রধান ফটক থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে সখিপুর, নওয়াপাড়া, দেবহাটা সদর ও কুলিয়া ইউনিয়নসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুলিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে তা শেষ হয়।
শোভাযাত্রা শেষে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে রাজনীতি করে। আগামী নির্বাচনে মানুষ জামায়াতের মানবিকতা, উন্নয়ন ও সংগ্রাম দেখেই দাঁড়িপাল্লাকে ভোট দেবে।
তিনি আরও বলেন, আমরা শাসক নয়, জনগণের সেবক হতে চাই। সম্মিলিতভাবে দেবহাটাকে নতুনভাবে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ। অতীতের মতোই ভবিষ্যতেও জনগণের সুখে–দুঃখে পাশে থাকব।
এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা-২ আসনের সচিব শাহাদাত হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারি সোলায়মান হোসেন, আব্দুর গফুর সরদার, ইসরাঈল আসেক মাগফুর, মাওলানা দেলওয়ার হোসেন, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলামসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন