সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাবাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ ছেলের

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম
অভিযুক্ত ছেলে মাসুদ
expand
অভিযুক্ত ছেলে মাসুদ

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় ছেলের হাতে বাবা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টায় নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন।

নিহত ব্যক্তির নাম লুলু মিয়া (৫০)। তিনি মহেশপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবার উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নুরল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত ছেলে মাসুদ নিজেই রংপুর কোতয়ালী সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর। তিনি জানিয়েছেন অভিযুক্ত থানা পুলিশের হেফাজতে আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X