শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যানের মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পিএম
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা
expand
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা (৫১), যিনি কয়েকদিন আগে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছিলেন, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ মে) রাত ১১টা ৪৮ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরত্তোম তঞ্চঙ্গ্যা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত হওয়ার পর থেকে আতুমং চিকিৎসাধীন ছিলেন এবং বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

গত ২১ মে রাত সাড়ে ১১টার দিকে বড়থলি পাড়ায় খাবার খাওয়ার সময় তার ওপর হামলা চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে সেনা ক্যাম্পে নিয়ে যায়। পরে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

আতুমং মারমা জীবিত অবস্থায় অভিযোগ করেছিলেন যে, ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ওয়াইবা ত্রিপুরা তাকে গুলি করেছেন। তবে কেন এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন