শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে স্বাভাবিক জীবনে ফেরার আভাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৫:৩৩ পিএম
expand
খাগড়াছড়িতে স্বাভাবিক জীবনে ফেরার আভাস

পাহাড়ি জেলা খাগড়াছড়িতে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরছে।

বুধবার (১ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার বাসসহ যানবাহন চলাচল শুরু হয়েছে, খুলতে শুরু করেছে দোকানপাটও। যদিও জেলা সদর, পৌর এলাকা এবং গুইমারায় এখনো ১৪৪ ধারা কার্যকর রয়েছে।

এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে জুম্ম ছাত্র-জনতা এক বিজ্ঞপ্তির মাধ্যমে দুর্গোৎসবের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং প্রশাসনের আট দফা বাস্তবায়নের আশ্বাসে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করে।

অবরোধ প্রত্যাহারের পর খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম ও রাঙ্গামাটির বিভিন্ন রুটে যান চলাচল শুরু হয়েছে। ফলে দুর্গাপূজা উপলক্ষে ছুটি কাটাতে বাড়ি যাওয়া যাত্রীদের ভোগান্তি কমেছে। একইসঙ্গে যারা আত্মীয়স্বজনের কাছে বেড়াতে এসে আটকা পড়েছিলেন, তারাও গন্তব্যে ফিরতে পারছেন। শহরের সড়কগুলোতে মানুষের চলাচল বেড়েছে, ফিরছে কর্মচাঞ্চল্য।

তবে ১৪৪ ধারা বলবৎ থাকায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে। শহরের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় বসানো চেকপোস্টে নিয়মিত তল্লাশি চলছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, যান চলাচলও শুরু হয়েছে। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ বলেন, দুর্গোৎসবের কারণে ১৪৪ ধারা জারি থাকলেও মানুষের যাতায়াত বাধাগ্রস্ত করা হচ্ছে না। পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে শিগগিরই এ ধারা তুলে নেওয়া হতে পারে।

এর আগে রোববার গুইমারায় ১৪৪ ধারার মধ্যেই দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি যুবক নিহত হন। এতে সেনাবাহিনীর এক মেজরসহ ১৩ সেনাসদস্য ও গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ আহত হন।

এদিকে খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সহিংসতা ছড়িয়ে পড়ায় জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। রাত ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় একটি মাঠ থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা তিন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন। সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীল (১৯) কে আটক করে পুলিশ, পরে আদালত তাকে ছয় দিনের রিমান্ডে পাঠায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন