বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের প্রত্যাবর্তন : পশ্চিম রেলে ৪টি বিশেষ ট্রেন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দলের নেতাকর্মীদের ঢাকায় নিয়ে যেতে চার জোড়া বিশেষ ট্রেন চালাবে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।

এ জন্য বিভিন্ন রুটের তিনটি ট্রেনের স্বাভাবিক যাত্রা স্থগিত করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পশ্চিমাঞ্চলের খুলনা-ঢাকা-খুলনা, যশোর-ঢাকা-যশোর, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর ও পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে একটি করে ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের।

ঢাকা থেকে এবং স্থানীয়ভাবে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রেনগুলো আপ-ডাউন ধরে ভাড়া দেওয়া হয়েছে। এসব ট্রেনে ১ হাজার ৯০০ মানুষ ভ্রমণ করতে পারবে।

তিনি আরও জানান, বিএনপিকে ট্রেন ভাড়া দিতে গিয়ে তিনটি ট্রেনের স্বাভাবিক যাত্রা একদিনের জন্য স্থগিত করতে হয়েছে।

এই ট্রেনগুলো হলো- রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রহনপুর কমিউটার (রহনপুর-রাজশাহী)।

এসব ট্রেনে চলাচলকারী যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X