

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকার করিম ফিলিং স্টেশনের তেল সরবরাহকারী রিপন সাহা হত্যার প্রতিবাদ এবং এ ঘটনার সঙ্গে জড়িত গাড়ির মালিক আবুল হাশেম সুজন ও গাড়ির চালক কামাল হোসেনের ফাঁসির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সড়কে জেলা শ্রমিকদলের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা দ্রুত আইনের আওতায় এনে গাড়ির মালিক ঠিকাদার আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড (ফাঁসি) দাবি করেন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ঘটনার সঠিক বিচার না হলে রাজবাড়ী জেলা অচল করে দেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল গফুর মণ্ডল এবং সাধারণ সম্পাদক মো. শাহ আলম।
এছাড়াও মানববন্ধনে জেলা শ্রমিকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
