সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বিদেশি পিস্তলসহ ৪ যুবক গ্রেফতার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম
দুইটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, নগদ অর্থ, মোবাইল ফোন ও একটি প্রাইভেটকারসহ চার
expand
দুইটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, নগদ অর্থ, মোবাইল ফোন ও একটি প্রাইভেটকারসহ চার

রাজবাড়ী পৌর এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, নগদ অর্থ, মোবাইল ফোন ও একটি প্রাইভেটকারসহ চার যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।

গ্রেফতারকৃতরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার মৃত ইউনুচ সরদারের ছেলে মো. ইমরান সরদার (২৮), একই এলাকার আব্দুর রাজ্জাক শেখের ছেলে মো. সিয়াম শেখ (২২), শহরের উত্তর ভবানীপুর এলাকার খোকন শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ তারেক (৩০) এবং মেছোঘাটা এলাকার মো. আমির শেখের ছেলে মো. ফিরোজ শেখ (৩০)।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী পৌর শহরের সেগুনবাগিচা এলাকায় সন্দেহভাজন কালো রঙের একটি টয়োটা ব্র্যান্ডের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে চার যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আমেরিকা তৈরি ৭.৬৫ এমএম ক্যালিবারের দুইটি পিস্তল, চার রাউন্ড গুলি, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, গ্রেফতারকৃত মো. জাহাঙ্গীর শেখ তারেকের বিরুদ্ধে বিস্ফোরক, মাদক ও প্রতারণাসহ মোট ৯টি মামলা রয়েছে। এছাড়া মো. সিয়াম শেখ ও মো. ফিরোজ শেখের বিরুদ্ধে একাধিক মারামারির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X