সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীর কালুখালীতে বাসচাপায় শিশুর মৃত্যু

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম
স্বজনদের আহাজারি
expand
স্বজনদের আহাজারি

রাজবাড়ীর কালুখালীতে বাসচাপায় কনিকা খাতুন (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াই টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার চর নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কনিকা খাতুন কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর গ্রামের মো. কাদের মণ্ডলের ছোট মেয়ে। সে স্থানীয় চর নারায়ণপুর মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। কনিকার একটি বড় বোন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এসবি ডিলাক্স কোম্পানির একটি এসি বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটি ঘটনাস্থলে আটকাতে ব্যর্থ হলেও পরে পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকায় বাসটি আটক করা হয়। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী এসবি ডিলাক্স কোম্পানির আরও দুটি বাস প্রায় তিন ঘণ্টা ঘটনাস্থলে আটকে রাখে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ওই বাসগুলোর যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ও পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ ও কালুখালী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

কালুখালী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, ঘটনার পর কালুখালী থানা পুলিশ ও পাংশা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X