শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ী-২ আসনের প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সাংবাদিক সম্মেলন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু।
expand
বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু।

রাজবাড়ী-২ আসনের প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টায় পাংশা উপজেলার নিজ বাসভবন সংলগ্ন বিএনপির কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে মোঃ নাসিরুল হক সাবু বলেন, “রাজবাড়ী-২ আসনে যে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, তা রাজবাড়ীর মানুষ—বিশেষ করে পাংশা ও বালিয়াকান্দির জনগণ মেনে নিতে পারছেন না। এ কারণে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের কাছে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন। আমরা চাই, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক।”

এ সময় বাংলাদেশ মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বিএনপি নেতা মো. মুজাহিদুল ইসলাম মুজাহিদ বলেন, “রাজবাড়ী-২ আসনে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাকে এখানকার মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো উৎসবমুখর পরিবেশ নেই। তাই আমরা দাবি জানাই, প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা করে এমন একজন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হোক, যিনি অন্তত ৮০ শতাংশ জনগণের সমর্থনপ্রাপ্ত।”

সাংবাদিক সম্মেলনে সাবেক সংসদ সদস্য মোঃ নাসিরুল হক সাবু’র কন্যা ফারজানা হক অনি বলেন, “আমরা আশা করি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থিতা নিয়ে পুনর্বিবেচনা করবেন এবং জনগণের প্রত্যাশা পূরণ করবেন। অন্যথায় আমার বাবা জনগণের পাশে থেকে আন্দোলনে অংশ নেবেন।”

এ সময় পাংশা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X