

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান।
পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলসহ শহীদ মিনার প্রাঙ্গণে সমবেশে যোগ দেন।
মন্তব্য করুন