

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দশম গ্রেডসহ তিন দফা ন্যায্য দাবি আদায় এবং রাজধানীর শাহবাগে শিক্ষক নেতাদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা।
আজ রোববার (৯ নভেম্বর) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়।
এর অংশ হিসেবে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৬৫ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে স্কুল প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৬৫ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতিতে অংশ নিচ্ছেন। তাঁরা ৩ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন।
এ সময় নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফয়সল আলম, সহ-সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সম্পাদক জিয়াউল হক এবং সাংগঠনিক সম্পাদক নাদিরা আক্তার বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই আন্দোলনে নেমেছি। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে কোনো ফল না পাওয়ায় আমরা বাধ্য হয়েছি কর্মবিরতিতে যেতে। শিক্ষক সমাজের মর্যাদা ও জীবিকার প্রশ্নে এই আন্দোলন চলবে।
তাঁরা আরও বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। অথচ আজও আমরা বেতন ও পদোন্নতিতে বৈষম্যের শিকার। সরকারের কাছে আমাদের দাবি, দ্রুত দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন করা হোক, অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
স্থানীয় শিক্ষকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই পূর্ণদিবস কর্মবিরতি চলবে। তবে শিক্ষার্থীদের শিক্ষার ক্ষতি যেন না হয়, সে বিষয়েও তাঁরা সচেতন রয়েছেন। উল্লেখ্য, বক্তারা উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
মন্তব্য করুন