সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাংশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৫০ পিএম
বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি শিক্ষরা
expand
বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি শিক্ষরা

দশম গ্রেডে বেতন উন্নীতকরণসহ তিন দফা দাবি আদায় এবং শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা।

এরই অংশ হিসেবে রাজবাড়ীর পাংশা উপজেলাতেও রোববার (৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

ফলে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও বঞ্চিত হচ্ছে পাঠদান থেকে।

সরেজমিনে উপজেলার কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা যায়— শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকলেও ক্লাসে যাচ্ছেন না। বিদ্যালয়ের আঙিনায় অনেক শিক্ষার্থীকে খেলাধুলা করতে দেখা যায়। আবার অনেককেই বাড়ি ফিরে যেতে দেখা যায়।

একজন শিক্ষার্থী জানায়, আমরা জানতাম না আজ স্কুলে ক্লাস হবে না। এসে দেখি স্যাররা বসে আছেন, তাই আমরা খেলাধুলা করছি।

আরেক শিক্ষার্থী বলে, স্যারদের দাবি না মানলে স্যাররা ক্লাস নেবেন না। আমরা চাই তাদের দাবি পূরণ হোক, তাহলে স্যাররাও খুশি হয়ে ক্লাস নেবেন। অভিভাবকরা হঠাৎ এই শিক্ষকদের এই কর্মবিরতিতে চিন্তিত।

একজন অভিভাবক বলেন, হঠাৎ করে শিক্ষকরা কর্মবিরতি করায় ছাত্ররা স্কুলে গিয়ে ফিরে আসছে। সামনে পরীক্ষা— এতে ওদের অনেক ক্ষতি হবে।

মো. শরিফুল ইসলাম নামের একজন সচেতন অভিভাবক বলেন, শিক্ষকদের এই দাবি সরকার মেনে নিক। যাতে প্রত্যেক শিক্ষক তাদের কর্মজীবনে ফিরে আসতে পারে এবং শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পড়ালেখা করতে পারে সেই প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিষয়ে কর্মবিরতি পালনকারী পাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, আমাদের তিন দফা দাবি— বিশেষ করে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য এই কর্মসূচি চলছে। কেন্দ্রের আন্দোলনে অনেক শিক্ষক পুলিশি লাঠিচার্জে আহত হয়েছেন। সরকারের উচিত দ্রুত বিষয়টি দেখা। যত তাড়াতাড়ি দাবি মানবে, তত দ্রুত আমরা ক্লাসে ফিরব।

পাংশা পৌরসভার বাঁশআড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রণল আচার্য্য বলেন, পাঠদান সাময়িকভাবে ব্যাহত হচ্ছে, এটা সত্যি। কিন্তু আমাদের বেতন-ভাতা খুবই কম। দাবি মেনে নিলে শিক্ষার্থীদের এই সাময়িক ক্ষতি আমরা পরবর্তীতে পুষিয়ে দেব।

শিক্ষকদের চলমান এই কর্মসূচির কারণে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি অ

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন