

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে পিরোজপুর দুদক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করা হয়। সকাল ৯টায় উদ্বোধনী কর্মসূচি শেষে কার্যালয়ের সামনেই অনুষ্ঠিত হয় মানববন্ধন।
পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিরোজপুর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে একই মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোঃ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান নাসিম আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম।
বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সততা ও সুশাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন
