বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নুরের এলাকায় প্রার্থী দেয়নি বিএনপি

গলাচিপা( পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর
expand
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এলাকায় আলোচনা চলছে, আসনটি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জন্য খালি রাখা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। তালিকায় পটুয়াখালী-২ ও ৩ আসন শূন্য রাখা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, পটুয়াখালী-১ আসনে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং পটুয়াখালী-৪ আসনে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

দলীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী-২ ও ৩ আসনে জোটের শরিক দল বা বিকল্প প্রার্থী নিয়ে আলোচনা চলছে। স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের মতামত যাচাইয়ের পর এ দুই আসনে প্রার্থী ঘোষণা করা হবে।

এর মধ্যে পটুয়াখালী-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানান মন্তব্য দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন, বিএনপি আসনটি নুরুল হক নুরের জন্য খালি রেখেছে।

এ বিষয়ে মনোনয়নপ্রত্যাশী হাসান মামুন নিজের ফেসবুকে লিখেছেন, আসসালামু আলাইকুম- প্রিয় গলাচিপা-দশমিনা বাসী- আপনারা ধৈর্য্যধারন ও আশংকামুক্ত থাকুন। যেকোন পরিস্থিতিতে পটুয়াখালী-৩ এ বিএনপির দলীয় প্রার্থী নির্বাচন করবে, ইনশাআল্লাহ।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।গলাচিপা ও দশমিনা তৃণমূল বিএনপির দাবি এই আসনে যেন বিএনপির প্রার্থী দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন