শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফল উপজেলার ছাত্রদলের নতুন কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

​পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে।

এর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে বর্তমান কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

আজ ​শনিবার বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের সদ্য বিদায়ী কমিটির সদস্য সচিব মিজানুর রহমান। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের লড়াকু কর্মীদের উপেক্ষা করে অর্থের বিনিময়ে কিংবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের নতুন কমিটিতে পদায়ন করা হয়েছে।

এই কমিটি তৃণমূলের ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে দাবি করে তিনি নবগঠিত কমিটিকে বাউফলের মাটিতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

​বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা পকেট কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে দলের হাই কমান্ডের হস্তক্ষেপ কামনা করেন।

​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ​মুনঈমুল ইসলাম মিরাজ, সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল। ​সাদিকুজ্জামান রাকিব সাবেক সাধারণ সম্পাদক, পৌর ছাত্রদল।

​আপেল মাহমুদ মুন্না সাবেক সভাপতি, বাউফল সরকারি কলেজ ছাত্রদল।

​বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জানান, যদি দ্রুত এই বিতর্কিত কমিটি পুনর্গঠন করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X