বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাবান্ধা সীমান্তে দেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ডে উড়লো জাতীয় পতাকা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:০০ পিএম
দেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ডে উড়লো জাতীয় পতাকা
expand
দেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ডে উড়লো জাতীয় পতাকা

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত এলাকা আজ হয়ে উঠেছে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। এখানে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ পতাকাস্ট্যান্ড, যেখানে ১১৭ ফুট উচ্চতায় উড়ছে ৩০ ফুট দৈর্ঘ্যের লাল-সবুজের জতীয় পতাকা।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাবান্ধা জিরোপয়েন্টে ১১৭ ফুট উচ্চতার এই পতাকা স্ট্যান্ডের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, ১৮ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মনিরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা।

সমুন্নত পতাকা স্ট্যান্ড প্রাঙ্গনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, জাতীয় পতাকা আমাদের স্বাধীনতা, গৌরব ও মর্যাদার প্রতীক। একে হৃদয়ে স্থান দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম উজ্জ্বল রাখতে হবে।

এর আগে বাংলাবান্ধা স্থলবন্দর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।

স্থানীয় যুবক আরিফুর রহমান বলেন, আমাদের প্রিয় বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ পতাকা উড়ছে এটা আমাদের গর্বের বিষয়। তাই আমরা ইতিহাসের স্বাক্ষী হতে আসছি৷

ঢাকা থেকে বেড়াতে আসা মারজান বেগম বলেন, আমি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি। প্রশাসনে এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, বাংলাবান্ধা জিরো পয়েন্টে দেশের সর্বোচ্চ এই পতাকাস্ট্যান্ড শুধু সৌন্দর্য নয়, এটি আমাদের জাতীয় চেতনার প্রতীক হয়ে থাকবে। জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনা আমরা তেঁতুলিয়া উপজেলা প্রশাসন কর্তৃক স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় এটি বাস্তবায়ন করেছি।

জেলা প্রশাসক মো: সাবেত আলী বলেন, দেশের সর্বউত্তরের প্রান্তে এই পতাকা বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতিচ্ছবি হয়ে থাকবে। এটি তেঁতুলিয়ার পর্যটন সম্ভাবনাকেও আরোও উজ্জ্বল করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন