শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ক্লাস চলাকালীন প্রধান শিক্ষকের ঘুম, ইউএনওর করা ভিডিও ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ পিএম
স্কুল চলাকালীন সময়ে ঘুমাচ্ছেন প্রধান শিক্ষক
expand
স্কুল চলাকালীন সময়ে ঘুমাচ্ছেন প্রধান শিক্ষক

পাবনার সাঁথিয়া উপজেলায় স্কুল পরিদর্শনের সময় ক্লাস চলাকালীন প্রধান শিক্ষককে ঘুমন্ত অবস্থায় দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না। এ সময় তিনি সেই অবস্থার ভিডিও ধারণ করেন। পরে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ঘটনার সময় বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান শিক্ষার্থীদের বেঞ্চেই ঘুমিয়ে ছিলেন। পরে ইউএনও নিজেই ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

ভিডিওতে ইউএনও লিখেছেন, ‘স্কুল পরিদর্শনে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই। মো. মনিরুজ্জামান, প্রধান শিক্ষক, কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নেই কোনো শিক্ষার্থী, এভাবে প্রায়ই ঘুমিয়ে থাকেন প্রধান শিক্ষক।’

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। অনেকেই স্কুলের এই অব্যবস্থাপনার সমালোচনা করেছেন।

নেটিজেনরা লিখেছেন, ‘অধিকাংশ স্কুলেই একই অবস্থা। তারপরও স্কেল/গ্রেড বৃদ্ধির জন্য সচিবালয়ের অনেকেই নাকি দৌড়াদৌড়ি করে—কিসের আশায়!’

উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলতান আহমেদ জানান, ‘ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে ঘটেছে। ইউএনও স্যার পরিদর্শনে গিয়ে ক্লাস চলাকালীন প্রধান শিক্ষককে ঘুমাতে দেখেন। এরপর তিনি ভিডিওটি ধারণ করেন। এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে শোকজ করা হবে। রবিবার তাকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন