শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় মোবাইল ফোনের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম
পাবনায় মোবাইল ফোনের সকল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
expand
পাবনায় মোবাইল ফোনের সকল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

পাবনায় মোবাইল ফোনের সকল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে পাবনা জেলা মোবাইল বিজনেস কমিউনিটি। এনইআইআর ব্যবস্থা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় পাবনা জেলার সকল মোবাইল ফোনের দোকান বন্ধ করে পাবনা প্রেসক্লাবের সামনে পাবনা জেলার সকল মোবাইলের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও বিক্ষোভ মিছিল করেন।

তাদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যাবে।

উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত এবং অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। এর ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অনুমোদনহীন আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে।

এ সময় পাবনা জেলার সকল মোবাইলের দোকানের মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X