শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় কোর্ট প্রাঙ্গণে আইনজীবীকে প্রাণনাশের হুমকি

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম
পাবনায় অ্যাডভোকেট মায়া আক্তার
expand
পাবনায় অ্যাডভোকেট মায়া আক্তার

পাবনায় অ্যাডভোকেট মায়া আক্তারকে কোর্ট প্রাঙ্গণে প্রাণনাশের হুমকি দিয়েছে আসামি।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত বুধবার (৩ ডিসেম্বর) রাতে পাবনা সদর থানায় একটি জিডি করেন জিডি নং ১৭৮ ।

অ্যাডভোকেট মায়া আক্তার জানান, আমি জেলা পাবনার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-৩ নং আদালতে বাদী হয়ে মামলা দায়ের করি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি এজাহার হিসাবে আমলে নেন, যার মামলা নং- জি.আর ১২৫/২০২৫ সুজানগর। বর্তমানে মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। উক্ত মামলার এজাহার নামীয় আসামী শ্রী বাবলু হালদার (৪৫), পিতা-মৃত শ্রী সুভল হালদার,সাং-ফকিতপুর সাতবাড়ীয়া, থানা-সুজানগর, জেলা-পাবনা বিজ্ঞ আদালতে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বেচ্ছায় হাজির হয়ে জামিনে মুক্তি পেয়ে একই দিন দুপুর ১টার সময় পাবনা জজ কোর্টের উকিল বারের সামনে পাকা রাস্তার উপর আমাকে দেখিতে পেয়ে উক্ত মামলার এজাহারে অভিযুক্ত আসামী শ্রী বাবলু হালদার সহ অজ্ঞাতনামা ০২ জন আসামীরা উক্ত স্থানে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।

তিনি জানান, এই ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পাবনা সদর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মনির জিডির বিষয় নিশ্চিত করে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X