শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় ভারতীয় নাগরিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ পিএম আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ পিএম
প্রধান শিক্ষক সুখ রঞ্জন চক্রবর্তী
expand
প্রধান শিক্ষক সুখ রঞ্জন চক্রবর্তী

পাবনা সদর উপজেলার বালিয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখ রঞ্জন চক্রবর্তী ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন বলে অভিযোগ উঠছে।

এছাড়া শ্বশুরের নামে লিজ নেয়া সরকারি সম্পত্তি জালিয়াতি করে নিজের দখলে নেয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে সুখ রঞ্জন চক্রবর্তীর বিরুদ্ধে।

কাগজপত্র অনুযায়ী, সুখ রঞ্জন চক্রবর্তী ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার দক্ষিণ ব্যারাকপুর শহরের দমদমের সূর্যসেন পল্লির বাসিন্দা এবং নির্মল কুমারের ছেলে। তার ভারতীয় ভোটার আইডি ও আধার কার্ডের তথ্যও প্রকাশ হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, তিনি প্রায়ই দীর্ঘ ছুটি নিয়ে ভারতে যান এবং তার স্ত্রী-সন্তানরাও ভারতে বসবাস করছেন। এছাড়া তার ছোট ছেলে বাক প্রতিবন্ধী হওয়ায় তিনি ভাতা পাচ্ছেন বলে জানা গেছে।

শ্বশুরের নামে লিজ নেওয়া সরকারি জমি নিজের দখলে নেওয়ার চেষ্টা প্রসঙ্গে তার শ্যালক সুমন কুমার রায় বলেন, “আমার বাবা সরকারি জমি লিজ নিয়ে বসবাস করতেন। বাবা-মা মারা যাওয়ার পর আমাদের সবাইকে না জানিয়ে কৌশলে আমার বোনকে একমাত্র উত্তরসূরি বানিয়ে লিজ নবায়নের আবেদন করেছে। এখন আমার বাড়িতেই থেকে আমাকে উচ্ছেদ করতে চাইছে।”

পাবনার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, “আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। কাগজপত্রও হাতে পেয়েছি। ইতোমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত রিপোর্ট পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগ অস্বীকার করে সুখ রঞ্জন চক্রবর্তী জানান, “এসব অভিযোগ মিথ্যা। আমার স্ত্রী-সন্তানরা পারিবারিক ঝামেলায় ভারতে চলে গেছে, আমার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। তদন্ত হলে আমি সব বৈধ কাগজপত্র দেখাতে পারব।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X