শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে নারী হেনস্তার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ এএম
ভুক্তভোগী ছাত্রী তার মা ও ভাইকে সঙ্গে নিয়ে সুবর্ণচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন
expand
ভুক্তভোগী ছাত্রী তার মা ও ভাইকে সঙ্গে নিয়ে সুবর্ণচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন

নোয়াখালীর সুবর্ণচরে ঈদকে সামনে রেখে শাড়ি কিনতে গিয়ে এক কলেজছাত্রী, তার মা ও ছোট ভাই হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয় যুবদল নেতা রবিউল হোসেন কচি (৪০) ও তার ছেলে শাকিলের (১৮) বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত শনিবার (২২ মার্চ) বিকেলে হারিছ চৌধুরী বাজারে। পরে বুধবার (২৬ মার্চ) ভুক্তভোগী ছাত্রী তার মা ও ভাইকে সঙ্গে নিয়ে সুবর্ণচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের শাস্তি দাবি করেন।

পরিবারের সদস্যরা জানান, দোকানে শাড়ি পছন্দ না হওয়ায় কচির ছেলে শাকিল তাদের অশালীন মন্তব্য করে বিরক্ত করে। এতে প্রতিবাদ করলে মা-মেয়েকে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ছাত্রীটির ভাইকেও মারধরের অভিযোগ রয়েছে।

অভিযুক্ত যুবদল নেতা রবিউল হোসেন কচি দাবি করেন, ঘটনার সময় তিনি দোকানে ছিলেন না। পরে গিয়ে ছাত্রীটির ভাইয়ের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে চরজব্বর থানার ওসি মো. শাহীন মিয়া জানান, দোকানির পক্ষ থেকেও অভিযোগ এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও জিডি হয়েছে। বিষয়টি আদালতের অনুমতির পর তদন্ত করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন