বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেগমগঞ্জে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮দফা দাবিতে রোড ব্লকেড

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
শিক্ষার্থীদের ৮দফা দাবিতে রোড ব্লকেড
expand
শিক্ষার্থীদের ৮দফা দাবিতে রোড ব্লকেড

​কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের স্বতন্ত্র প্রতিষ্ঠান স্থাপন, চাকরির গ্রেড উন্নয়ন ও ইন্টার্নি ভাতাসহ ৮ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ (রোড ব্লকেড) কর্মসূচি পালন করেছে নোয়াখালীর বেগমগঞ্জের শিক্ষার্থীরা।

​মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বেগমগঞ্জের চৌরাস্তায় অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন। দুই ঘণ্টা ব্যাপী এই অবরোধের ফলে চৌমুহনী চারদিকের সড়কে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

​আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, প্রায় ৯ মাস আগে কৃষি উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলমের সাথে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। সে সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিলনসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গেলেও দীর্ঘ ৯ মাসেও সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন দেখা যায়নি। এরই প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের ২৫টি জেলার ন্যায় নোয়াখালীতেও রাজপথে নেমেছেন তারা।

​আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, "আজ সন্ধ্যার মধ্যে আমাদের দাবিগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করা হলে আগামীকাল থেকে সারা দেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।"

​পরে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি উচ্চ পর্যায়ে অবহিত করার এবং দাবি আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে অবরোধ সাময়িকভাবে স্থগিত করেন। অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও দীর্ঘ জ্যামের কারণে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮ দফা দাবি— স্বতন্ত্র প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষার মান উন্নয়ন, প্রতিটি প্রতিষ্ঠানে শূন্য পদে দ্রুত স্থায়ী ও দক্ষ শিক্ষক নিয়োগ প্রদান, পরীক্ষা পদ্ধতির সংস্কার, চাকরির গ্রেড উন্নয়ন, ইন্টার্নি ভাতা প্রদান, ফাউন্ডেশন ট্রেনিং ও উচ্চ শিক্ষার সুযোগ৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X