

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনার সদর উপজেলায় নিজ ঘর থেকে হেলাল উদ্দিন (৫৮) নামের এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নাড়িয়াপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ। নিহত হেলাল উদ্দিন ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে হেলাল উদ্দিন তার স্ত্রী বেদেনা আক্তারের সঙ্গে একই ঘরে ঘুমাতে যান।
রোববার ভোরে স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। পরে ঘরে ফিরে তিনি স্বামীকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি পুলিশকে জানান।
খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি হত্যাকাণ্ড। এর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
মন্তব্য করুন
